সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: ট্যাক্স চুরির অভিযোগ নতুন নয় । বড়ো বড়ো বিজনেস ম্যান থেকে শুরু করে স্টার প্লেয়ার সবাইকে ট্যাক্স চুরি করতে দেখা গেছে। বর্তমান সময়ের রিয়্যাল মাদ্রিদের স্টার প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডের ওপরেও কর ফাকির অভিযোগ উঠেছে।
স্পেন সরকারকে প্রায় ১২৫ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে রোনাল্ডোকে। যদি এই পরিমাণ অর্থ রোনাল্ডো না দেয় তবে তাকে জেলেও যেতে হতে পারে। ২০১১-২০১৪ সালের মধ্যে রোনাল্ডো নাকি ১৪.৭ মিলিয়ান ইউরো কর ফাকি দিয়েছেন বলে স্পেনর কর বিভাগের অভিযোগ। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮ কোটি টাকা এবং বাংলাদেশী মুদ্রায় ১৫০ কোটি টাকা।
মিডিয়ার খবরের মতে, রোনাল্ডো নাকি এই ব্যাপারটা মিটমাট করে নিতে চাইছেন ১২৫ কোটি টাকা জরিমানা বাবদ ।
গত সপ্তাহে স্পেন এবং রিয়্যাল মাদ্রিদের আর এক ফুটবলার জাভি আলানসোকে কর ফাকির অভিযোগে স্পেনের আদালত আট বছরের কারাদন্ডের আদেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোনাল্ডোকে জরিমানা দিয়ে সব কিছু মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন তার উকিল।
আরও পড়ুন: এবার ইউরোপ ফুটবলের রেকর্ড ভাঙলেন মেসি
Check Also
মাহেন্দ্র সিং ধোনির ৫ বছরের কন্যাকে ধর্ষনের হুমকি!
মাহেন্দ্র সিং ধোনি এর মেয়েকে ধর্ষনের হুমকি – এবার ধর্ষনের হুমকি পেলো মাহেন্দ্র সিং ধোনির …