সবার খবর, স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফররত ভারতীয় দল দুর্দান্ত ছন্দে আছে। ব্যাট, বল এবং ফিল্ডিং সকল ডিপার্টমেন্টেই ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে। ইতিমধ্যেই ভারত টি-২০ সিরিজ তাদের পকেটে পুরে নিয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার অপারজিত শতরান এবং কুলদীপ যাদবের ঘূর্নির সামনে পড়ে বেসামাল দেখাচ্ছে ইংল্যান্ড দলকে। ফলে ভারতীয় দল সিরিজে ১-০ এগিয়ে গেছে। কুলদীপ যাদব একার বোলিং দক্ষতায় ইংল্যান্ডকে গুড়িয়ে দেন একথা বলাই যায়। তিনি দশ ওভারে ৬ উইকেট তুলে নেন।
কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি হার থেকে না শিক্ষা নিয়ে সরাসরি ভারতীয় দলের ওপর দোষারপ করে বসলেন। তিনি বলেন, খেলাকে খেলার মত করে নেওয়া উচিত। ম্যাচ জেতার জন্যে তারা ভুল পন্থা অবলম্বন করছে।
ডেভিড উইলির সমস্ত দোষারপ ভারতীয় বোলারদের নিয়ে। তিনি আভিযোগ করেন ভারতীয় বোলার ভূবেনশ্বর কুমার এবং কুলদীপ যাদবের ওপর। তিনি বলেন, তারা দুজনে ব্যাটসম্যানদের চিন্তা করার সুযোগই দিচ্ছেন না। ব্যাটসম্যান প্রস্তুত হওয়ার আগেই বোলিং শুরু করে দিচ্ছেন। বোলারদের জন্যেও কিছু নিয়ম কানুন থাকা উচিত। যাতে ব্যাটসম্যানরা কিছুটা সময় পায় চিন্তা করার।
ডেভিড উইলির বক্তব্য থেকেই স্পষ্ট যে, ইংল্যান্ড দল কতটা চিন্তায় আছে এই ভারতীয় বোলারদের নিয়ে। ইংল্যান্ডের খেলা দেখে পরিস্কার বোঝা যাচ্ছে আসলে কুলদীপর কোন বল কোন দিকে বাঁক নিবে তা বুঝে উঠতে পারেনি এই ইংল্যান্ড দল।
অনেক ক্রিকেট বিষেশজ্ঞ মনে করেন এমন অভিযোগ আসলে হাস্যকর। প্রত্যেক বোলারের নিজেস্ব একটা স্টাইল আছে বোলিং করার। এখানে গেম স্পিরিট নষ্ট হওয়ার কোনো কিছু দেখচ্ছেন না বলেও তারা স্পষ্ট ভাবে জানিয়ে দেন।
ডেভিড উইলির এই মন্তব্যের ব্যাপারে আপনাদের মতামত কি?
Read More: রোনাল্ডোর ক্লাব বদল! জুভেন্টাস সপ্তাহে যে পরিমাণ অর্থ দিচ্ছে তা শুনলে অবাক হবেন