সবার খবর, স্পোর্টস ডেস্ক: গত বছর আইপিএল খেলার সময় ইউসুফ পাঠানের মূত্র নমুনায় নিষিদ্ধ টারবুটালাইন পাওয়া গেছিলো। যা গ্রহন করা ‘ওয়াডা’র নিয়ম বিরুদ্ধ। ফলে ওয়াডার ২.১ ধারায় অভিযুক্ত হন। যেটা ভুল করে ইউসুফ কফ্ শিরাপের সঙ্গে গ্রহণ করেছিলেন। যা এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যানের জানা ছিলনা বলে এক বিবৃতিতে জানিয়েছিলেন তিনি।
এবার প্রশ্ন প্রতিবারের ন্যায় ইউসুফকে কি কেকেআরের হয়ে ব্যাট হাতে মাঠে দেখা যাবে? যেহেতু ইউসুফ ইচ্ছে করে নিষিদ্ধ সিরাপ গ্রহন করেননি। ফলে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সমস্ত দিক বিবেচনা করে পাঠানের ওপর পাঁচ মাসের ব্যান রেখেছিলো, এই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে ১৪ জানুয়ারি। ফলে ইউসুফের IPL নামা নিয়ে কোনো সংশয় নেই। স্বভাবতই কেকেআরের ফ্যানরা উচ্ছস্বিত।
আরও পড়ুন: এই ক্রিকেটার রজনীকান্তের ফেভারিট, সচিন বা বিরাট নয় !
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …