নিজস্ব প্রতিনিধি: তাহলে এবার কি প্রিয়াঙ্কা? কদিন আগেই ফিল্ম ইন্ডাস্ট্রি ও ক্রিকেটের দুই চর্চিত তারকার বিয়ের আনন্দে মেতে ছিল সারা দেশ।এমনকি প্রধানমন্ত্রীও তাদের আশির্বাদ করেন।সেই রেস এখনো কাটিয়ে উঠতে পারেনি বিরুষ্কার ফ্যানরা। বলিউডের আরেক নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া নিজের বিয়ে প্রসংগে বললেন এক অনুষ্ঠানে, তিনি নাকি বিয়ের জন্য পাত্র খুঁজছেন । ঠিকঠাক পাত্র পেলেই শিগগিরী বিয়ের পিঁড়িতে বসবেন তিনিও। এখন কবে সেই দিন আসে সেদিকেই তাকিয়ে প্রিয়াঙ্কার দেশ্ ও বিদেশের অগনিত ফ্যানরা।
আরও পড়ুন: বিদ্যা বালান বললেন রাতের গোপন কথা
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …