সবার খবর, হেল্থ ডেস্ক: দাঁতের ব্যথা দূর করার কিছু পদ্ধতি আজ আমরা জানতে চলেছি। কারণ আজকাল মানুষের দাঁতের ব্যথা দিন দিন বেড়েই চলেছে। দাঁত নিয়ে সমস্যা শুধু বড়োদের মধ্যেই দেখা যায় তা কিন্তু নয়। দাঁতের রোগ ছোটোদের মধ্যেও লক্ষ্য করা যায়। কেউ কেউ আবার ওষুধ খেয়ে খেয়ে সমস্যাকে আরও জটিল করে তুলছেন। ঘরোয়া উপায়ে দাঁতের ব্যথা দূর করার কিছু নিয়ম শিখে নিই।
আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তার ওপর অল্প পরিমাণে লবন ছিটিয়ে নিতে হবে। তারপর সেই আদাটুকু যে দাঁতে ব্যথা হচ্ছে তার নিচে রাখতে হবে। মুখে যে জল জমা হবে তা বাইরে ফেলতে থাকুন। এইভাবে দুই থেকে চারদিন করলেই দাতের ব্যথা থেকে উপশম পেয়ে যাবেন।
এক গ্লাস গরম জলে দেড় চা-চামচ লবন দিয়ে দিনে চার পাঁচবার কুলকুচি করুন। দেখবেন আপনার ব্যথা কিছুক্ষণের মধ্যেই কমতে শুরু করেছে।
দাঁতের ব্যথায় করণীয় আরেকটি জিনিস হলো, যে দাঁতে ব্যথা হচ্ছে তার নিচে একটা কর্পূর ধরুন। এমনকি দাঁত যদি খাওয়া থাকে সেই দাতের নীচেও ধরতে পারেন এতে দাঁতের ব্যথা থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন আপনি।
Read More: ঘুমানোর উপকারিতা :রাত জাগলে মৃত্যুর ঝুঁকি কতো ভাগ বেড়ে যায় জানেন?