Home / জানা অজানা / দাদ আর চুলকানি ভালো হবে দু-দিনে বাড়িতে বসেই ।

দাদ আর চুলকানি ভালো হবে দু-দিনে বাড়িতে বসেই ।

দাদ আর চুলকানি একটি ফাংগাল ইনফেক্সান । এক জায়গাই হলে সারা শরিরে ছড়িয়ে পড়ে কয়েক দিনের ভিতর । আসুন জেনে নিই কিভাবে ঘরে বসেই মুক্তি পেতে পারেন দাদ চুলকানি থেকে ।

১. সরিষার বীজ খুব উপকারি দাদ ও চুলকানি সারানোর পক্ষে । প্রথমে বীজকে ৩০-৪০ মিনিট জলে ভিজিয়ে রাখুন তারপর পেষ্ট বানিয়ে দাদ বা চুলকানির উপর লাগান ।
সরিষা
২. আর একটি জিনিসের কথা নিশ্চয় জানেন সেটি হলদি আর আমরা এটাও জানি হলদির অনেক গুনাগুন আছে ।হলদিতে পানি মিশিয়ে পেষ্ট করুন এবং দিনে চার পাঁচ বার দাদে লাগান । আপনি খুব তাড়াতাড়ি উপকার পাবেন এটি করার ফলে ।
হলদি
৩. রসুন নিশ্চয় বাড়িতে আছে আর যদি না থাকে তবে বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে আসুন কারণ রসুন এ্যান্টি ফাংগাল । রসুনের কয়েকটি কোয়া ছাড়িয়ে নিন এবং রস বের করে প্রয়োজন মতো লাগান । দেখবেন অনেকটা আরাম পেয়ে যাচ্ছেন ।
রসুন
৪.নিম পাতা বেটে লাগান গোটা শরিরে । আর নিম পাতা সপ্তাহে একবার খাওয়ার অভ্যাস রাখুন অনেক রোগ দুর করবে আপনার ।
নিম
আর অপেক্ষা কিসের তাড়াতাড়ি কাজ গুলি করে ফেলুন ।
আরও পড়ুন: সিংহের মতো শক্তি চান দুধের সাথে মিশিয়ে খান এটি হাতে নাতে পাবেন ফল ।

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *