Home / বিনোদন / দাবাং-৩ ফাইনাল স্টারকাস্ট পড়ুন

দাবাং-৩ ফাইনাল স্টারকাস্ট পড়ুন

সালমান খানের টাইগার জিন্দা হে আসছে কিন্তু সিনেমা প্রেমিরা অপেক্ষা করে আছে দাবাং-৩ তে কে কে অভিনয় করছে তা জানার জন্যে । তাই চলুন দেখে নেওয়া যাক কে কে দাবাং-৩-এর স্টারকাস্ট ।

dabang3

দাবাং-২ এর সময়ই সালমান খান দাবাং-৩ কথা বলেছিলেন । প্রথম দুটি দাবাং এর চাইতেও দাবাং-৩ নাকি সুপারহিট হতে চলেছে । সোনাক্ষী সিন্‌হা সালমান খানের বিপরীতে থাকছেন । মার্চ ২০১৮ থেকে ফিল্মের স্যুটিং শুরু হতে চলেছে ।
সালমান খান কিছু দিন আগে ছবির স্ক্রীপ্ট পড়েছেন । সালমান খান জানাচ্ছেন দাবাং-৩ তে সবকিছু থাকবে কমেডি, ড্রামা, ইমোশান, অ্যাকশান । ছবিটিতে ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ থাকবে ।
এই ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা । আরবাজ খান জানাচ্ছেন প্রভুদেবা একজন সুন্দর পরিচালক তিনি সঠিক ভাবেই দাবাং-৩ করবেন আসাকরা যায় । সঙ্গে আমি আর সালমান তো আছিই ।
চুলবুল পান্ডের জীবন কেমন ছিলো দাবাং এবং দাবা -২ এ দেখানো গল্পের আগে । কেমন করে সে চুলবুল পান্ডে হলো আর বাকি ছবিতে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে ।
দাবাং-৩ তে সানি লিওনিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে যদিও তার কি রোল হবে তা বিস্তারিত জানানেই ।

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *