সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে গাউন পরিহিত মহিলা এখন সবার আকর্ষণের কেন্দ্রে। ভুল করবেন না পরীর বেশে একে মহিলা ভেবে। এটি আসলে পৃথিবীর দামি কেক। অবাক হচ্ছেন তো? কেকটির দাম জানলে আরও অবাক হবেন।
এই কেকটির দাম ৬.৫ কোটি টাকা প্রায়। আর দাম হবেই না বা কেনো কেকটি যে বানিয়েছে ব্রিটেনের নাম করা ডিজাইনার দেবি বিঙ্গে স্মোষ। এই কেকটি তৈরি করতে ৫০০০ ধরনের ফল, ২৫ কিলোগ্রাম চকলেট, এক হাজার আসল মোতি এবং এক হাজার ডিম ব্যাবহার করা হয়েছে।
পোস্টটি ভালো লাগলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না।
আরও পড়ুন: পৃথিবীর লম্বা পুরুষ ও ছোট মহিলার এই ছবিগুলি ক্যামেরা বন্দি করলো সবাই
Check Also
করোনা আক্রান্ত ট্রাম্প হঠাৎ হাসপাতালের বাইরে, ঝুঁকিতে অন্যরা
করোনা আক্রান্ত ট্রাম্প চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হাসপাতালের বাইরে গিয়ে বিতর্কের জন্ম দিলেন।বিষয়টকে পাগলামি বলে অবহিত …