সবার খবর, বিনোদন ডেস্ক: পৃথিবীর সব মানুষের আলাদা আলাদা শখ থাকে। অধিকাংশ মানুষের আবার দামি সিগারেট -এর ওপর আসক্তি এবং শখ থাকে। বলিউডে সিগারেট আসক্তি কম নেই। বলিউডের অনেক শিল্পিকেই দেখা যায় সিগারেট পান করতে। আজ আমরা কিছু দামি এবং বিদেশি ব্রান্ডেড সিগারেট যেসব অভিনেতা পান করে তাদের কথা বলতে চলেছি।
বলিউড ইন্ড্রাসট্রিতে যারা কাজ করে তারা খুব ব্যাস্ত হয়। ফলে তাদের হাতে সময় খুব কম থাকে। নিজেস্ব একঘেয়েমি এবং রিফ্রেশ হওয়ার জন্যে সিগারেট পান করেন অনেকেই।
আমরা জানি বলিউডের অভিনেতাদের অনেক টাকা ফলে তারা বিদেশি ব্র্যান্ডের সিগারেট পান করবে এটাই স্বাভাবিক। বিদেশি ব্রান্ডের দামি সিগারেট পান করেন রনবীর কাপুর, শাহরুখ খান, সালমান খান।
শোনা যায় শাহরুখ খান নাকি দিনে ৪-৫ প্যাকেট সিগারেট পান করেন। এবং তিনি বিখ্যাত ব্র্যান্ড ‘555’ সিগারেট পছন্দ করেন। যার এক প্যাকেটের দাম ৩২৫ টাকা প্রায়।
অজয় দেবগান ‘মারলব্রো রেড’ সিগারেট পান করেন। সঞ্জয় দত্ত ‘মারলব্রো লাইট’, সালমান খান ‘মারলব্রো’।
এক প্যাকেট মারলব্রো সিগারেটের দাম প্রায় ৩০০ টাকা।
Read More: কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী রাধিকা ২৭ বছরের ছোটো । দেখতেও খুব সুন্দর
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …