সবার খবর, ওয়েব ডেস্ক: সবাই তো অবাক! মাঝ আকাশেই চলন্ত বিমানে ঢুকে পড়লেন দুই ব্যাক্তি। একজন ফ্রেড ফুগেন এবং অপরজন ভিন্স রেফেট। দুজনেই ফ্রান্সের বাসিন্দা। দুজনের একটাই মিল তারা বেস জাম্পার বিষেশজ্ঞ। তাদের দুজনকে ফ্রান্সে ‘Soul Flyers’ বলা হয়। তারা সম্প্রতি ‘A Door In The Sky’ নামের একটি প্রজেক্টে কাজ করেন। ইউরোপের সর্বোচ্চ উচ্চতা থেকে উড়ন্ত বিমানে প্রবেশ করাই উদ্দেশ্য ছিল এই প্রজেক্টের। সফলও হলেন। সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যাবে।
Read More: আলিয়া ভাট বিজ্ঞাপন থেকে এতো পরিমাণ টাকা আয় করেন প্রতিদিন
Check Also
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …