সবার খবর, বিনোদন ডেস্ক: প্রসেনজিৎ চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত এক সাথে রুপলী পর্দাতে আসতে চলেছে দৃষ্টিকোণের দৌলতে। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। আরও যারা অভিনয় করেছেন তারা হল-চুর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, এবং সোহম মজুমদার। ছবিটিতে মিউজিক দিয়েছেন অনুপম রয়। ছবিটি তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে। ছবিটি নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
আরও পড়ুন: আবীর অভিনীত গুপ্তধনের সন্ধানে বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …