সবার খবর, ওয়েব ডেস্ক: ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, একথা কারও অজানা নয়। জন্তুরাও যে ধূমাপান ঠিকঠাক করতে পারে তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঘটনাটি সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মুহুর্তের মধ্যেই। এটি ইন্দোনেশিয়ার বানদুংয়ের ঘটনা। ওরাংওটাং নামের এক প্রাণীকে দেখা গেল সিগারেটে সুখটান দিতে। ওরাংওটাংয়ের এই সুখটান দেখে যেন মনে হচ্ছিলো সে অত্যন্ত অভ্যস্ত ধূমপায়ী। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, কিভাবে পৌঁছল ওরাংওটাংয়ের কাছে সিগারেট।
আসলে এক চিড়িয়াখানার দর্শক ওরাংওটাংকে লক্ষ্য করে জলন্ত সিগারেট ছুড়ে মারে। ব্যাস সঙ্গে ওই সিগারেট মুখে তুলে নেয় ওরাংওটাং এবং মুহুর্ত অপেক্ষা না করেই সিগারেটটিতে দক্ষ ধূমপায়ীর মত সুখটান দিতে শুরু করে।
আরও দেখুন: ট্রেলার দেখুন; যীশু কোয়েলের বাংলা ছবি ঘরে & বাইরে
Check Also
পৃথিবীর ফুসফুস আমাজন বন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে
পৃথিবীর ফুসফুস আমাজন বন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে – আমাজন পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন আসে …