নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় ছিলেন এই ওপেনার।মঙ্গলবার তার মৃত্যুর কথা নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।আফিগানিস্তানের নাঙ্গারহারের একটি দোকান থেকে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাজীব তারাকাই।
দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রপাচার করলেও অবস্থার উন্নতি হয়নি।শেষ কদিন কোমায় থাকার পর মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৯ বছর।আফগানিস্তানের হয়ে ১২টি টি-টোয়ান্টি ও ১ টি ওয়ানডে খেলেছেন নাজীব তারাকাই।
আরো পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
প্রথম শ্রেনীর ক্রিকেটেও জনপ্রিয় ছিলেন এই ওপেনার। ৪৭ গড়ে ১ ডাবল সেঞ্চুরির সাথে আছে ৬ বার শত রান করার গৌরব।