Home / জানা অজানা / নীল রঙ হবে চাঁদের এই মাসেই

নীল রঙ হবে চাঁদের এই মাসেই

সবার খবর, ডিজিট্যাল ডেস্ক:এই মাসের ৩১ তারিখ দুর্লভ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার ফলে মাসে দ্বিতীয় বারের মতো পূর্ণিমা হবে। ব্লু মুন অর্থাৎ নীল চাঁদের এই দৃশ্য ১৫০ বছরেরও বেশি সময় পর দেখা যাবে।

এটি ২০১৮ সালের প্রথম গ্রহণ হবে। ভারতীয় উপমহাদ্বীপ, পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপে চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই এই দৃশ্য পরিলক্ষিত হবে।

মধ্য-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বেশির ভাগ অংশে সন্ধ্যা বেলাতেই ব্লু মুন দেখা যাবে। আমেরিকার আলাস্কা এবং কানাডার উত্তর-পশ্চিম ভাগে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন: ছয় ম্যাচে ১০৬৪ রান করে রেকর্ডের পথে এই ভারতীয়

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *