সবার খবর, ডিজিট্যাল ডেস্ক:এই মাসের ৩১ তারিখ দুর্লভ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার ফলে মাসে দ্বিতীয় বারের মতো পূর্ণিমা হবে। ব্লু মুন অর্থাৎ নীল চাঁদের এই দৃশ্য ১৫০ বছরেরও বেশি সময় পর দেখা যাবে।
এটি ২০১৮ সালের প্রথম গ্রহণ হবে। ভারতীয় উপমহাদ্বীপ, পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপে চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই এই দৃশ্য পরিলক্ষিত হবে।
মধ্য-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বেশির ভাগ অংশে সন্ধ্যা বেলাতেই ব্লু মুন দেখা যাবে। আমেরিকার আলাস্কা এবং কানাডার উত্তর-পশ্চিম ভাগে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
আরও পড়ুন: ছয় ম্যাচে ১০৬৪ রান করে রেকর্ডের পথে এই ভারতীয়