সবার খবর, বিনোদন ডেস্ক: আদালত থেকে ফিরে সঞ্জয় লীলা বানশালির পদ্মাবতি অনেকটাই স্বস্তিতে এখন। এই বহু বিতর্কিত সিনেমাটির প্রথম ডায়ালগ প্রমো প্রকাশিত হলো ইউটিউবে। প্রকাশের সঙ্গে সঙ্গেই পদ্মাবতি টিমকে নিরাস করেননি সিনেমাপ্রেমী দর্শকরা। এখন অব্দি প্রায় ২০ লক্ষ মানুষ ডায়ালগ প্রমো দেখে ফেলেছেন।
সিনেমাটির আসল গল্প দেখার জন্য যে দর্শক মুখিয়ে আছে তাতো বোঝাই যাচ্ছে।
আরও দেখুন: পদ্মাবতি সিনেমার ট্রেলার দেখুন সবার খবরে
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …