Home / জানা অজানা / পাখির বাসার মতো দেখতে হলেও থাকে মানুষ গরমে এসি লাগেনা

পাখির বাসার মতো দেখতে হলেও থাকে মানুষ গরমে এসি লাগেনা

সবার খবর, ডিজিট্যাল ডেস্ক: আমাদের এই পৃথিবীতে কতো ধরনের না ঘর-বাড়ি আছে। কারও বিশাল অট্টালিকা আবার কারও খড়-কুটোর। আমরা অনেক ধরনের বাড়ি দেখেছি কিন্তু এমন বৈচিত্রপূর্ণ বাড়ি হয়তো অনেকেই কখনো দেখিনি।
ইরানে দোবন নামে একটি গ্রাম আছে। যেখানে মানুষ পাখির মত বাসা করে বসবাস করে। শুনে আপনাদের আশ্চার্য লাগতে পারে কিন্তু ঘটনা সত্যি। ঘরগুলো দেখে খারাপ লাগলেও মানুষ আরামের সাথে এই ঘরে থাকে। এই গ্রামটি ৭০০ বছরের পুরনো একটি গ্রাম। না এখানকার মানুষের এসি লাগে, না লাগে হিটার। কারণ এই ঘরগুলি গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম লাগে।
ঘরবাড়ি
এখানে বসবাসরত জণগনের মতে মঙ্গলদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতেই এধরনের বাড়ির পরিকল্পনা তাদের মাথায় এসেছিল। তাই নয়, এখানে যিনি প্রথম বসতি স্থাপন করেন তিনি নাকি নিজের পরিবারের আত্মরক্ষার জন্য পালিয়ে এসেছিলেন দোবনে। এই ঘরগুলি আসলে মৃত আগ্নেয়গিরির মুখকে ব্যবাহার করে বানানো।
আরও পড়ুন: বিষাক্ত মাছ! জাপানের মাছ বাজারে ইমার্জেন্সী

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *