Home / আন্তর্জাতিক / পুতিনের সঙ্গে এই মেয়েটা আসলে কে? রহস্য দানা বাধছে

পুতিনের সঙ্গে এই মেয়েটা আসলে কে? রহস্য দানা বাধছে

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: পুতিনের সঙ্গে আসলে এই মেয়েটা কে? ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডিজিট্যাল মিডিয়াতে এখন আলোচনার বিষয় তিনিই। তার দৌলতে আরও কিছু মানুষ আলোচ্য বিষয়ের কেন্দ্রে উঠে আসছেন স্বাভাবিক ভাবেই।
মহিলাটির নাম এলিনা কাভেবা। এই মহিলাই নাকি ৬৫ বছরের রুশ প্রেসিডেন্টের সিক্রেট গার্লফ্রেন্ড। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে তাদের নিয়ে আলোচনা চলছেই। এই গুজবের উত্তরে এলিনা বা পুতিন কেউ জোরালো ভাবে আপত্তি করেননি।
পুতিনের প্রেমিকা
খবরটি যখন মিডিয়া প্রচার করে তখন পুতিনের এক প্রবক্তা বিষয়টি খন্ডন করেন। কিন্তু গুগল সার্চে এদের দুজনের অনেক ছবি পাওয়া যায়। যা থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারনা কিছু তো একটা ব্যপার আছে পুতিনের সঙ্গে। এলিনা রাশিয়ার দ্বিতীয় সফল জিমন্যাস্ট এবং সে ব্যাচেলারও। রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে এলিনা ৩০ বছরের ছোট।
এলিনা কা্ভেবা
পুতিন ও এলিনা কাভেবার সম্পর্কের খবর ২০০৮ সালে একটি রাশিয়ান দৈনিক ছেপে ছিলো। ঠিক তার পরেই বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১৪ সালে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় পুতিনের।

আরও পড়ুন: ফিমেল কন্ডোম ব্যবহার করা আবশ্যিক কেনো? জেনে নিন

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *