Home / আন্তর্জাতিক / চীনে সমুদ্রের ওপর তৈরি ৫৫ কিলোমিটারের পৃথিবীর দীর্ঘতম সেতু খুলে গেল আজ

চীনে সমুদ্রের ওপর তৈরি ৫৫ কিলোমিটারের পৃথিবীর দীর্ঘতম সেতু খুলে গেল আজ

সবার খবর, ওয়েব ডেস্ক: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের উপর নির্মিত সেতু। হংকং-ঝুহাই-ম্যাকাওয়ের সংযোগকারী এই দীর্ঘতম সেতু আজ যাতায়াতের জন্য জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হল। সেতুটির উদ্বোধন করলেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং।
চীনের সেতু
সেতুটির ‘হংকং-ঝুহাই’ নাম দেওয়া হয়েছে। এই প্রকল্পটি ২০০৯ সালে শুরু হয়েছিল। পার্ল নদীর মোহনায় অবস্থিত এই সেতুটি অন্যান্য শহর কেউ জুড়ে দেবে। সমুদ্রের ওপর নির্মীত এই দীর্ঘতম সেতু তৈরি করতে চার লাখ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। যা দিয়ে অনায়াসে ৬০ টি আইফেল টাওয়ার তৈরি করা যাবে বলে জানাচ্ছে বিবিসি।
চীনের ব্রীজ
প্রকল্পটি সম্পূর্ণ করতে মোট ১০.৭ আরব ডলার খরচ হয়। জলের নিচেও এই সেতুর জন্যে ৬.৭ কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করতে হয়েছিল। যাতে জাহাজ চলাচল করতে পারে। সেতুটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার যার মধ্যে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সমুদ্রের ওপর দিয়েই।
চীনের পুল
এই সেতুর ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে যানবাহন যাতায়াত করতে পারবে। তিন ঘন্টার পথ এখন ৩০ মিনিটে সম্পূর্ণ করা যাবে বলে আশা করা হচ্ছে। সেতুটি তৈরি করতে নয় বছর সময় লাগে। আবার দুর্ঘটনাও কম ঘটেনি। সেতুটি নির্মান করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে ১৮ জন শ্রমিককে। সে কারণে সমালোচকরা একে ‘মৃত্যু-সেতু’ নামেও ডাকছেন। এই সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হলে বিশেষ অনুমতি লাগবে।
চীন
স্থানীয় এক দৈনিকের মতে হংকংয়ের এক সাংসদ বলেন, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এই দীর্ঘতম সেতু সরাসরি সংযুক্ত হবে।
আরও পড়ুন: দুঃখের দিনে আব্দুল কালামের এই তিনটি বাণী জীবন পাল্টে দিতে পারে

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …