সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগে মিশরে পৃথিবীর লম্বা পুরুষটির দেখা হয়েছিল সব চাইতে বেটে মহিলাটির সঙ্গে । সেখানে দুজনে মিলে ফটোশ্যুট করেন। এই ছবিগুলো সোস্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে। পৃথিবীর সব চাইতে লম্বা মানুষটির নাম সুলতান কোসেন। এই লম্বা মানুষটির জন্ম তুরস্কে। সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি।
অপরদিকে সব চাইতে ছোট মহিলা জ্যোতি আমগে বাস করেন ভারতের মহারাষ্ট্রে। যার উচ্চতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র ২ ফুট। এই দুজনের ফটোশ্যুট হয় মিশরের কায়রোতে গিজা পিরামিডের সামনে। এর আয়োজন মিশরের ট্যুরিজম প্রমোসন বোর্ড করে।
৩৫ বছরের সুলতান কোসেন পৃথিবীর সব চাইতে লাম্বা মানুষের খেতাব পান ২০১১ সালে।
অপরদিকে জ্যোতি আমগে জন্ম গ্রহন করেন ১৯৯৩ সালে। উনিও ২০১১ সালে সব চাইতে ছোট মহিলার রেকর্ডটির অধিকারি হন।
আরও পড়ুন: সাপের পৃথিবী ! ভুল করেও মানুষ এখানে পা ফেলে না
Check Also
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …