সবার খবর, টেক ডেস্ক: বর্তমান সময়ে প্রত্যেকটি মোবাইল কোম্পানি একে অপরের সাথে কঠিন প্রতিদ্বন্দ্বীতায় মেতেছে। নতুন কিছু করে গ্রাহকের মন পেতে ব্যস্ত এসব মোবাইল কোম্পানিগুলো। এরই মাঝে পৃথিবীর সবচাইতে ছোট ফোন লঞ্চ হলো ভারতে।
ফোনটির নাম Zanco Tiny t1। ফোনটি তৈরী করেছে Zini Mobiles Ltd. এই ফোনটি এতো ছোট আপনার আঙ্গুলের উপরে আরামসে রাখতে পারবেন। অবহেলা করবেন না ফোনটিতে .49 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। ফোনটি টুজি নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটিতে আরো আছে ৩২ এমবি র্যাম ও ৩২ এমবি ইন্টার্নাল মেমোরি। ফোনটি মাইক্রো ইউএসবি দ্বারা চার্জ দেওয়া যায়।
ফোনটির দাম ভারতে ৪০ ডলার রাখা হয়েছে যা ২৮০০ টাকার কাছাকাছি প্রায়। যদি ফোনটি আপনাদের ভালো লাগে তাহলে আলিবাবা ওয়েবসাইট থেকে খুব সহজেই কি নিতে পারেন।
আরও পড়ুন: বাংলাদেশে চালু হচ্ছে ১০২ কোটি টাকার বুলেট ট্রেন! চরম বিভ্রান্তি মন্ত্রীর পোস্ট ঘিরে
Check Also
কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে
সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …