সবার খবর নিউজ ডেস্ক: জাহিরুল হাসান গবেষণাধর্মী কাজের নজির আতিতেও বহুবার রেখেছেন। এই প্রাবন্ধিক গবেষক মানুষটির নিখুঁত অধ্যাবশায় পাঠকদের মনে রেখাপাত করেছে। পূর্বা থেকে প্রকাশিত হলো তাঁর নতুন বই ‘সৈয়দ মুস্তফা সিরাজ ও বাঙালি সমাজ ‘।
এই বই প্রকাশ উপলক্ষে ৩০ডিসেম্বর ২০১৭, শনিবার বহরমপুর সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভাকক্ষতে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন, কবি সৈয়দ খালেদ নৌমান। আলোচনা করেন জাহিরুল হাসান, প্রাবন্ধিক প্রকাশ দাশ বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাবন্ধিক মইনুল হাসান, বিশিষ্ট সাংবাদিক ও প্রকাশক বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক বিপ্লব বিশ্বাস, কবি নিখিল কুমার সরকার, কবি নাসের হোসেন, কবি দেবাশিস সাহা, কবি বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান টি সুন্দর সঞ্চালনা করেন মামুন হাসান…
আরও পড়ুন: রবিবারের গল্প ‘স্বপ্নে ওড়ে কল্পনা ‘