Home / জাতীয় / প্রধানমন্ত্রী ভাষণে করলেন বড়ো ভুল ; রাহুল বললেন পাকোড়ার সাইড ইফেক্ট

প্রধানমন্ত্রী ভাষণে করলেন বড়ো ভুল ; রাহুল বললেন পাকোড়ার সাইড ইফেক্ট

সবার খবর, নিউজ ডেস্ক: সুইজালন্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড
ইকোনমিক ফোরামের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে গ্লোবাল ওয়ার্মিং এবং সন্ত্রাস নিয়ে তার চিন্তা ব‍্যক্ত করেন। তিনি আরও যেসব বিষয় তুলে ধরেন এই মঞ্চে তার মধ্যে অন্যতম হলো দেশের চলমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রগতি। এই ভাষণের সময়ে একটি বড় ভুল করে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের মোট ভোটার ৬০০ কোটি। যেখানে ভারতের মোট জনসংখ্যা ১৩৫ কোটির আসেপাশে। প্রধানমন্ত্রী বলেন ‘৩০ বছর পরে ২০১৪ সালে ৬০০ কোটি জনগণ সংখ্যাগরিষ্ঠ একটি সরকারকে নির্বাচিত করেন ‘। এর ফলে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ট্রোল চলছে হচ্ছেন। ভাষণের ঠিক পরেই রাহুল গান্ধী ট‍্যুইট করে লেখেন, ‘ভারতের মোট জনসংখ্যা এই সময় ১৩৪ কোটির আসেপাশে আর বিশ্বে ৭৫০ কোটি প্রায়। সাহেব দাভোসে গিয়ে বলেন ২০১৪ সালে ৬০০ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন’। এটা কি নাগপুরি পাকোড়ার সাইড ইফেক্ট?


রাহুল গান্ধীর ট‍্যুইট।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী প্রেগনেন্ট ! সোস্যাল মিডিয়াতে শুভেচ্চার ঝড়

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *