সবার খবর, নিউজ ডেস্ক: সুইজালন্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড
ইকোনমিক ফোরামের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে গ্লোবাল ওয়ার্মিং এবং সন্ত্রাস নিয়ে তার চিন্তা ব্যক্ত করেন। তিনি আরও যেসব বিষয় তুলে ধরেন এই মঞ্চে তার মধ্যে অন্যতম হলো দেশের চলমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রগতি। এই ভাষণের সময়ে একটি বড় ভুল করে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের মোট ভোটার ৬০০ কোটি। যেখানে ভারতের মোট জনসংখ্যা ১৩৫ কোটির আসেপাশে। প্রধানমন্ত্রী বলেন ‘৩০ বছর পরে ২০১৪ সালে ৬০০ কোটি জনগণ সংখ্যাগরিষ্ঠ একটি সরকারকে নির্বাচিত করেন ‘। এর ফলে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ট্রোল চলছে হচ্ছেন। ভাষণের ঠিক পরেই রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘ভারতের মোট জনসংখ্যা এই সময় ১৩৪ কোটির আসেপাশে আর বিশ্বে ৭৫০ কোটি প্রায়। সাহেব দাভোসে গিয়ে বলেন ২০১৪ সালে ৬০০ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন’। এটা কি নাগপুরি পাকোড়ার সাইড ইফেক্ট?
Hey God-se !!
India’s total population is 134 crore approx.
World population approx 750 crore.Duggal Saheb is saying 600 crore Indian voters voted in 2014. Nagpuri Pakode khaane k side effects!!
Total embarrassment for India in #Davos #WorldEconomicForum2018 . https://t.co/BwwlbPNmXE
— Office of RG (@0ffice0ffRG) January 23, 2018
রাহুল গান্ধীর ট্যুইট।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী প্রেগনেন্ট ! সোস্যাল মিডিয়াতে শুভেচ্চার ঝড়