Home / বিনোদন / প্রাক্তন বিশ্ব সুন্দরিরা পর্দায় যা করেছেন আমি তা করতে চাইনা: মানুষী

প্রাক্তন বিশ্ব সুন্দরিরা পর্দায় যা করেছেন আমি তা করতে চাইনা: মানুষী

সবার খবর বিনোদন ডেস্ক: ঐশ্বর্য্য রাই বা প্রিয়াঙ্কার মত বলিউডে কাজ না করার ইচ্ছে থাকলেও, আমির খানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন বর্তমান বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার ।
এর আগে যতজন ভারতীয় মিস্‌ ওয়ার্ল্ড বা মিস্‌ ইন্ডিয়া হয়েছেন সকলেই বলিউডে নিজের যায়গা শক্ত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন কিন্তু মানুষী সম্পূর্ণ অন্য পথে হাটলেন । তিনি বলিউডের রুপালি পর্দায় পাকাপাকি পা রাখতে চাননা কখনই । কিন্তু আমির খানের সঙ্গে কাজ করার তার প্রবল ইচ্ছে । তিনি বলেন, যদি সুযোগ পাই, আমার প্রিয় অভিনেতা আমির খানের সঙ্গে কাজ করতে চাই ।
এছাড়াও মানোষী ‘পদ্মাবতী’ বিতর্কে সম্পূর্ণ ভাবে অভিনেত্রী দীপিকা পাডুকনের পাশটিতেই তিনি আছেন বলে সংবাদ মাধ্যমকে জানান ।
আরও পড়ুন: হানি সিং-এর এই গানটি না দেখলে মিস করবেন

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *