সবার খবর, বিনোদন ডেস্ক: প্রীয়াঙ্কা চোপড়ার এই হট ছবি সোস্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। সবাই আমরা তাকে চিনি। তিনি ভারতীয় অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হন। তার পর তাকে পিছনে ফিরে তাঁকাতে হয়নি। তরতর করে উপর দিকে উঠেছে তার কেরিয়ার। তামিল ছবি থামিঝান দিয়ে তার যাত্রা শুরু হয়। এইতরাজ, আন্দাজ, ডন প্রভৃতি সিনেমা তিনি দর্শকদের উপহার দেন। প্রীয়াঙ্কার কিছু হট ছবি আমরা দেখব।
এই অভিনেত্রী প্রায় সকল অভিনেতার বিপরীতে কাজ করেছে। পিট বুলের সাথে একটি ইংরেজি গানের দৃশ্যেও তাকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: এমন হট ছবি কোনো প্রেসিডেন্টের স্ত্রীর নেই
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …