সবার খবর টেক ডেস্ক:আপনারা যদি নতুন হ্যান্ডসেট কিনতে চান তবে রেডমির নতুন সেট আসতে চলেছে। সূত্র মতে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ যে সব ফোন গুলো বাজারে আসবে সেগুলির ফিচার্স খুব উন্নত মানের হবে।
১.সাউমি রেডমি নোট ৫এ-কে দুটি আলাদা আলাদা ফিচার্স এ পাওয়া যাবে। একটার দাম হবে ৬৯৯০ টাকা। আর অপরটির দাম হবে প্রায় ১২০০০ টাকা। এই সেটে থাকবে ২ জিবি ও ৪ জিবি র্যাপম। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেল। ১৬ জিবি আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ চাইলে বাড়াতেও পারবেন। এই ফোনটি সম্ভবত ১৮ই ফেব্রুয়ারি লঞ্চ হতে যাচ্ছে।
২. সাউমি রেডমি নোট ৫ এর দাম ১২৯৯০ টাকা। ফোনটিতে থাকছে ৭.১.২ নোগাট, ৪ জিবি র্যাাম, ৬৪ জিবি রোম, রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চি, ভোলটি ডুয়্যাল সিম, 2 GHz tru-octa প্রসেসার আর ফোনটিতে থাকছে ৪০০০ MAh ব্যাটারি। ফোনটি লঞ্চ হবে ১৫ জানুয়ারি।
আরও পড়ুন: ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলের দাম মাত্র ৩৪৯৯ টাকা
Check Also
পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম
সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …