সবার খবর, বিনোদন ডেস্ক: চুমুর দৃশ্য ভারতীয় সিনেমায় কম নেই। কিন্তু কিছু কিছু দৃশ্য কারও নজরে অশ্লীল লাগে আবার কেউ চুপিসারে দেখতেও পছন্দ করে। আজ দেখে ফেলি কিছু বিতর্কিত চুমুর দৃশ্য যা দেখে সবাই অবাক হয়ে যায়।
১৯৩৩ সালে মুক্তি পেয়েছিল কর্মা। যাতে দেখানো চুমুর দৃশ্য দেখে সত্যি ভারতীয় দর্শকরা সেই সময় কার দিনে আশ্চর্য হয়ে ছিল। কর্মা সিনেমার ওই বিতর্কিত দৃশ্যে অভিনয় করেছিলেন দেবিকা রাণী ও হিমাংশু রায়।
এই চুমুর সিনটি আমির খান ও কারিশমা কাপুড়ের। নিশ্চয় বুঝে গেছেন কোন সিনেমার দৃশ্য এটি। হ্যাঁ ঠিকই ধরেছেন এটি রাজা হিন্দুস্থানি সিনেমার একটি অংশ। লোকে যায় বলুক কিন্তু গল্পের সাথে এই হট সিনটি খুব মানান সই ছিল।
চুমুর কথা হবে আর ইমরান হাশমির কথা আসবে না একি হয়। মার্ডার সিনেমায় ইমরান হাশমি ও মাল্লিকা শেরাওয়াতের হট চুমুর সিন কার না দেখা আছে।
আরও দেখুন: প্রীয়াঙ্কা চোপড়ার এই ছবিগুলি সত্যিই হট। একা দেখতে পারেন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …