Home / বিনোদন / বলিউড তারকারা স্কুল জীবনে কেমন ছিলেন দেখতে?

বলিউড তারকারা স্কুল জীবনে কেমন ছিলেন দেখতে?

সবার খবর, বিনোদন ডেস্ক: আমাদের যতই বয়স হোক না কেন প্রতিদিন একবার ছোটবেলার কথা, স্কুলের কথা নিশ্চয়ই মনে হয়। আজও যদি আমরা ছোটবেলার ছবি দেখি তবে ভাবুক হয়ে যায় সেই মুহূর্তটিতে। আজকে আমরা এই পোস্টে দেখব আমাদের প্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রীদের বাল্যকালের ছবি। চলুন দেখে নিই বর্তমান সময়ের বলিউডের তারকাদের স্কুল জীবনের ছবিগুলি কেমন ছিল।
রণবীরশাহরুখ খান
উপরের দেওয়া দুটি ছবিতে প্রথমে রণবীর সিং কে ও পরে বলিউডের বাদশা শাহরুখ খানকে বাল্যকালে কেমন ছিল তা দেখে বোঝা যাচ্ছে।
প্রীয়াঙ্কা চোপড়াবর্তমান সময়ে বলিউড থেকে হলিউডে পা রাখা প্রিয়াঙ্কা চোপড়াকে স্কুল ড্রেসে পরে দেখতে পাওয়া যাচ্ছে।
ঐশ্বর্য্য রায়দীপিকা পাডুকন
দীপিকা পাডুকন ও ঐশ্বর্য্য রায় বচ্চনের ছোটোবেলার ছবি।
ক্যাটরিনা কাইফ
অ্যাকশান থেকে রোমান্স সব কিছুতেই পারদর্শী ক্যাটরিনা কাইফ।
অনুষ্কা শর্মা
স্কুল জীবনে অনুষ্কা খুব কিউট ছিল দেখতে। অনুষ্কার সঙ্গে এই ছবিতে তাঁর মা ও ভাইকে দেখতে পাওয়া যাচ্ছে।
রণবীর কাপুর
স্কুল জীবনেও রণবীর কাপুর খুব সুন্দর ছিলেন দেখতে। এটিই তাঁর স্কুল জীবনের শেষ দিন ছিল।
সালমান খান
সালমান খানের বাল্যকালের ছবি।
আরও পড়ুন: Video: এই ভয়ানক স্টান্ট করতে গিয়ে শাহরুখ খান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …