Home / আন্তর্জাতিক / খালেদা জিয়ার কারাদণ্ড বাংলাদেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

খালেদা জিয়ার কারাদণ্ড বাংলাদেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একি সাথে তার পুত্র তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ফলে গোটা বাংলাদেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে।

এর আগে তত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একই মামলায় গ্ৰেপ্তার হন। সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অন‍্য একটি মামলায় কারাবন্দি হন। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে একটি বিরোধী শূন্য নির্বাচন করার পরিকল্পনা বর্তমান সরকারের। আবার অন‍্য মহলের বক্তব্য, আইন শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যায় হোক ভারত সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন: নিজের বিয়ের লাইভ সম্প্রচার করলেন পাকিস্তানি সাংবাদিক

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *