বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়ান্টি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
করোনা সংকট কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম।আর সেই ধারাবাহিকতায় আগামী মৌসমের বেশ কয়েকটি সিরিজ চুড়ান্ত করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কিউদের ক্রিকেট বোর্ড।সফর সূচী অনুযায়ী ২০২১ সালের মার্চ মাস পুরোটাই নিউজিল্যান্ডে কাটাবেন সাকিব মুসফিকরা।তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়ান্টি ম্যাচ খেলার কথা রয়েছে।ওয়ানডে ম্যাচের মাধ্যমে সিরিজ শুরু হবে ১৩ মার্চ, ১৭ মার্চ দ্বিতীয় ওয়নডে এবং ২০ মার্চ তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল।
এরপর ২৩ তারিখ থেকে শুরু হবে টি-টোয়ান্টি সিরিজ ২৬ মার্চ এবং ২৮ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।প্রতিদিন ক্রিকেটের সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক করুন।