সবার খবর, বিনোদন ডেস্ক: বাংলা ছবি উমার ট্রেলার লঞ্চ হল। এই ছবিটি পরিচালনা করেছেন শ্রীজাত মুখার্জী। ইভান লিভারসেজ নামের এক বালকের ওপর সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। আমেরিকার সেন্ট জর্জ শহরের বাসিন্দা ইভান লিভারসেজ। দুই বছর বয়স থেকেই সে ব্রেন টিউমারে আক্রান্ত। বালকটির মর্মান্তিক পরিনিতির কথা পরিচালক জানার পর তাকে নিয়ে ছবি করার ইচ্ছে যাগে। তার জীবন নিয়েই মূলত তৈরি হতে যাচ্ছে উমা। ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, অঞ্জণ দত্ত, রুদ্রনীল ঘোষ, স্বায়ন্তিকা ব্যানার্জী প্রমুখ।
আরও দেখুন: বাংলা নতুন ছবি সোনার পাহাড় ট্রেলার লঞ্চ
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …