সবার খবর, বিনোদন ডেস্ক: বাংলা নতুন ছবি সোনার পাহাড় ট্রেলার লঞ্চ হয়ে গেলো। ছবিটিতে অদ্বিতীয় জীবন যাত্রার গল্প ধারন করা হয়েছে। এটি একটি ব্যতিক্রমি বাংলা সিনেমা বলাই যায়। ছবিটিতে অভিনয় করেছেন তনুজা মুখার্জী, সৌমিত্র চ্যাটার্জী, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্ট্যোপাধ্যায়, গার্গী রায় চৌধুরি, অরুনিমা ঘোষ এবং শ্রীজাত ব্যানার্জী। ছবিটি বাংলা সিনে প্রেমী দর্শকদের মন কাড়তে পারে কি না দেখা যাক।
আরও দেখুন: শক্তিমানকে খুঁজে পাওয়া গেল বিজলি সিনেমার অফিসিয়াল ট্রেলারে
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …