সবার খবর, ডিজিট্যাল ডেস্ক: গত সোমবার মুর্শিদাবাদের বালিরঘাটের নলিনী বাগচি সেতুর রেলিং ভেঙে যাত্রী বোঝাই বাস পড়ে যায় নদীতে। সেই দুর্ঘটনায় নদী বক্ষে সলীল সমাধি হয় ৪৩ জনের তাজা প্রাণ। উদ্বারকার্য চলে তড়িৎ গতীতে। নদীর দু-কূল জুড়ে স্বজন হারা মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা রাজ্য। নির্ধারিত কর্মসূচী বাতিল করে ছুটে আসেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়ান স্বজন হারা মানুষের।
মুর্শিদাবাদ তথা রাজ্যের মানুষের এখনও যে ঘোর কাটেনি তা বোঝা যায়, এই কবিতাটি পড়লে। কবিতাটি লিখেছেন রৌদ্র বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম ‘নরকের সেতু’।
নাকি মৃত্যুর বাব্ল
নরকের সেতু দেখছে এইসব:
সোমবার, জানুয়ারি-২০১৮ এর শেষ সপ্তাহ
ভোর মিশে ছিল কুয়াশা-চাদরে
মাছ-শিকারী পাখির মতো
কে ওই নরকের কিট, ওঁত পেতে
৪৩টি প্রাণ হাতে হাসল বিজয়ের হাসি!
আমি তাঁকে শয়তান নামে ডাকি
ছুঁড়ে দিই ঘৃণা ও ধিক্কার…
মাছেরা দেখেছে আজ মানুষ জীবন
কত অসহায় জলের ভেতর
মাছেরা দেখেছে এইসব…
আমাকে প্রলেপ দাও রাত
ঘুমোতে পারছিনা…
আরও পড়ুন: মুর্শিদাবাদ বাস দুর্ঘটনা : মূখ্যমন্ত্রীর দরদি রূপ দেখল সারাদেশ