সবার খবর, বিনোদন ডেস্ক: জুয়েলারি সপ-এর উদ্বোধনে গিয়ে বিপাকে পড়লেন তামান্না। তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবির অভিনেত্রী। হায়দ্রাবাদে ওই উদ্বোধন অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হবে, এতো জানা কথা।দক্ষিণী এই অভিনেত্রীর মোহমুগ্ধ ফ্যানের সংখ্যা তো নেহাত কম নয়। নিরাপত্তাও ছিল আঁটোসাঁটোই। এ-অবধি তো ঠিকই ছিল। কিন্তু বিপত্তি কি বলে কয়ে আসে! আচমকা তামান্নার দিকে জুতো ধেয়ে আসে দর্শকদের দিক থেকে। অল্পের জন্যে বাহুবলি-র অভিনেত্রী জুতোর আঘাত থেকে রক্ষা পান। জুতোটি লক্ষভ্রষ্ট হয়। হৈ হৈ রব ওঠে অনুষ্ঠান জুড়ে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ওকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তাঁর নাম করিমুল্লা।তামান্নার ডাই-হার্ট ফ্যান। করিমুল্লার অভিমান, তামান্না দক্ষিণী ছবির থেকে এখন অনেক বেশি মজে আছেন বলিউডে।
তাতে করিমুল্লা সন্তুষ্ট নয়। সেই অভিমানেই ওঁ-তামান্নার দিকে জুতো ছুঁড়ে মারেন।
আরও পড়ুন: Hate Story 4 ছবির এই গানটি আগে হিট গান ছিল। দেখুন ভিডিও
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …