Home / জাতীয় / বিজেপির ওয়েবসাইট হ্যাক করে মোদিকে অপমানজনক শব্দ

বিজেপির ওয়েবসাইট হ্যাক করে মোদিকে অপমানজনক শব্দ

সবার খবর, ওয়েব ডেস্ক: বিজেপির জন্যে দিনের শুরুটা ভালো হলো না। এমনিতেই ঘরে বাইরে চাপের মধ্যে আছে বিজেপি। তার মধ্যেই বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাকার ওয়েবসাইটটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মীম শেয়ার করে অনেক অপমানজনক কথা লিখেছেন। বিজেপি বলেছে যে, ওয়েবসাইটটি কিছুক্ষণ পরে পুনরায় সচল করা হবে। এই বিষয়টি সামনে আসার পর, কংগ্রেস ন্যাশনাল সোশ্যাল মিডিয়া কনভেনার লিখেছেন, যে ওয়েবসাইট রক্ষা করতে পারে না, দেশ কী করে রক্ষা করবে?

বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার পর কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দিব্যা স্পন্দনা কটূক্তি করতে ভোলেননি। দিব্যা স্পন্দনা টুইটারে লিখেছেন, “ভাই ও বোনেরা, আপনি যদি বিজেপির ওয়েবসাইট না দেখে থাকেন তবে আপনি কিছু মিস করছেন।”

বিজেপির পক্ষ থেকে হ্যাক হওয়ার পর ওয়েবসাইটটি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। দলটি জানিয়েছে যে, এই ওয়েবসাইটটি ১৫ থেকে ২০ মিনিটে পুনরুদ্ধার করা হবে। বর্তমানে বিজেপির এই ওয়েবসাইটটিতে ‘EROR’ প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন: ইমরান খানের প্রশংসা করে দিগ্বিজয় সিং বললেন, আমাদেরও প্রমাণ দেওয়া উচিত

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …