বিদ্যা বালানকে তার অভিনীত চরিত্রের মত-ই সোজাসাপ্টা দেখা গেল এক অনুষ্ঠানে। আবারো সপ্রতিভ দেখল তাকে হল ভরতি দর্শক। কে না ছিলেন সেখানে! অনুস্কা শর্মা প্রিয়াঙ্কা চোপড়া সহ বলিউড ইন্ডাস্ট্রির তাবড় মুখ উপস্থিত সেখানে। অনুষ্ঠান এর সঞ্চালক সালমান খান। হঠাত সালমান বলেন,’ বিয়ের পর কেমন চলছে সব কিছু?’ কাহানির নায়িকা অকপট বলেন, ‘বিয়ের পর আমার যা পছন্দ, যেটা ভালো লাগে, তা আমি রাতেই করি….।
মুহুর্তে হা হয়ে পড়েন অতিথিরা। সেখানে ছিলেন, বিদ্যা র স্বামী সিদ্বার্থ রায় কপুর। এর পর-ই বিদ্যা বলেন, ‘ সারাদিন আমার স্বামীর সময় হয়না। অফিস যান খুব সকালবেলা। আমরা রাতে এক সংগে ডিনার করি। আমারা এটার জন্য অপেক্ষা করে থাকি। এটি বলার পর সবার মুখের দিকে চেয়ে থাকেন বিদ্যা। তখন দর্শকরা হাসি আর হাত্তালিতে মাতাচ্ছেন সমগ্র অডিটোরিয়াম।
আরও পড়ুন: ম্যাগাজিনের জন্য সানি লিওনির হট ফটোশ্যুট
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …