সবার খবর, বিনোদন ডেস্ক: বিরাট ও অনুষ্কার বিয়ে বছরের সর্বশ্রেষ্ঠ চর্চিত একটি বিষয় ছিল। ক্রিকেট দুনিয়াতে তো বটেই। আর ভারতবর্ষে এটি একটি জাতীয় বিষয়। তাদের দুজনের ওয়েডিং-এর অনুষ্ঠানে ক্রিকেট ও বলিউডের সুপার স্টাররা উপস্থিত হন। এমনকি সবাইকে চমকে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত হন। একজন ভারতের জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক আর একজন বলিউডের অন্যতম নক্ষত্র। তাই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়ে চলছে খুঁটিনাটি আলোচনা। তাদের কে কেমন মানাবে? তারা কত দামের ওয়েডিং ড্রেস পরে ছিল? তাদের ইনকামের বিষয়টি আর বাদ যায় কি করে!
বিষেশজ্ঞদের মতে তাদের দুজনের ইনকাম যোগ করলে, পারিবারিক ইনকাম দাঁড়ায় ৬০০ কোটি টাকা। যেহেতু তারা এখন চর্চার বিষয় সেহেতু তাদের পরের দুবছরে ইনকাম এক হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে বলে মত। তাই ইনাকমের দিক থেকে বলা যায় বিরাট এবং অনুষ্কা জুটির সংসার এখন সোনার সংসার।
আরও পড়ুন: ক্যাপ্টেন রোহিত সেরা সিমীত ওভারে বিরাট টেস্টে: নির্বাচক