Breaking News
Home / খেলার খবর / বিরাট কোহলির মোট রান যেভাবে এগিয়ে চলেছে তাতে চাপা পড়ে যাচ্ছে সকল রেকর্ড

বিরাট কোহলির মোট রান যেভাবে এগিয়ে চলেছে তাতে চাপা পড়ে যাচ্ছে সকল রেকর্ড

সবার খবর, স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির মোট রান যেভাবে এগিয়ে চলেছে তাতে চাপা পড়ে যাচ্ছে সকল রেকর্ড। হ্যাঁ কথাটি সম্পূর্ণ সত্যি। বর্তমানে বিরাট কোহলি বিশ্ব-ক্রিকেটে এক নম্বর খেলোয়াড় বললে খুব একটা ভুল হবে না নিশ্চয়। বিরাটের মধ্যে সবচেয়ে বড়ো গুণ হচ্ছে- রানের খিদে। তিনি রান করতে ভালোবাসেন। কোনো সময় সহজে নিজের উইকেট প্রতিপক্ষকে ছুড়ে দিতে পছন্দ করেন না। আপনাদের কি কোনো সিরিজের কথা মনে পড়ছে যেখানে বিরাট কোহলির ব্যাটে রান আসেনি। শুধুমাত্র ২০১৪ ইংল্যান্ড সফরে জেমস অ্যান্ডারসনের সামনে বিরাটকে খুব অসহায় লেগেছিল। তারপর শুধুই একের পর এক শতরানের ইনিংস উপহার দিয়ে গেছেন ভক্তদের। এত অল্প বয়সে একদিনের ক্রিকেটে ৪০টি শতরান করা বিরাট প্রথম ক্রিকেটার। তিনি ৩০ বছর ২১২ দিন বয়সে এই রেকর্ডটি করেন। বিরাটের ধারের কাছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা নেই তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। শচীন তেন্ডুলকর ৩৫৫টি ইনিংশ খেলেছিলেন ৪০ টি ওয়ানডে সেঞ্চুরি করতে। অপরদিকে বিরাট মাত্র ২১৬ ইনিংসেই ৪০ টি শতরান করেন।

ওয়ানডেতে সর্বাধিক শতরানের দিক থেকে যত নম্বরে আছেন বিরাট

প্রথম স্থানে আছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর(৪৯)। দ্বিতীয় নম্বর পজিশনে আছেন বিরাট কোহলি(৪০)। তৃতীয় নম্বরে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং(৩০)। সনৎ জয়সূর্য আছেন চতুর্থ স্থানে(২৮)। বর্তমান খেলোয়াড়দের মধ্যে একমাত্র হাশিম আমলা আছেন পঞ্চম স্থানে(২৭)।

বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকরের ৪০ টি শতরান পর্যন্ত পরিসংখ্যান

বিরাট কোহলি ও শচীন
বিরাট কোহলির পরিসংখ্যানটি চমকে দেওয়ার মতো। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট ১৬ টি শতরান করেন। অপরদিকে রান তাড়া করতে নামলে বিরাটের ব্যাট থেকে সবচেয়ে বেশি শতরান দেখতে পায় ভক্তরা। বিরাট কোহলি রান তাড়া করতে গিয়ে ২৪ টি শতরান করেন। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির মোট রান ১০৬৯৩। পাঁচবার ৯০ রানের ঘরে আউট হন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গড় ৫.৪ ইনিংশ পর একটি করে শতরানের ইনিংস খেলেন। শচীন তেন্ডুলকর ৩৫৫ ইনিংসে ১৪২৮৯ রান করেন। যার মধ্যে ৪০ টি শতরান। শচীন তেন্ডুলকরের রানের গড় ছিল ৪৪.৬৫। ১১২ টি অর্ধশতরান। শচিনের স্ট্রাইকরেট ছিল ৮৬.০৬।
অপরদিকে বিরাট কোহলি মাত্র ২১৬ ইনিংশেই ৪০ টি শতরান করেন। মোট রান ১০৬৯৩। রানের গড় ৫৯.৭৩। স্ট্রাইকরেট ৯২.৬৫। বিরাট কোহলি একদিনের ম্যাচে মোট অর্ধশতরান করেন ৮৯ টি।
বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দন নয়, সারা বিশ্বের ব্যাটসম্যানদের কাছে আদর্শ। কি পরিমাণ অধ্যবসায় থাকলে সাফল্যের শীর্ষে পৌছনে যায় তার বড়ো উদাহরন তিনি।
Read More: বিরাট কোহলি ৭২ টেস্ট ম্যাচ খেলে ফেললেন: ৭২ টেস্ট ম্যাচ পর বিরাট ও শচীনের মধ্যে কে এগিয়ে

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …