সবার খবর, স্পোর্টস ডেস্ক: কোলকাতা ম্যাচের পর শুরু হয়েছিল বিরাট কোহলি -কে নিয়ে ব্যঙ্গ করা এবং তার রেশ এখনও চলছে। কেকেআর-এর সাথে ৬ উইকেটে হেরে যায় বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালর। ফলে তাদের জন্য প্লেঅফ খেলা কঠিন হয়ে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদি বিরাটরা প্লেঅফে জায়গা পাকা করতে চাই, তবে অবশ্যই ৭ ম্যাচে ৬ টি জয় তুলে নিতে হবে তাদের। যা ব্যাঙ্গালরের পারফরমেন্স দেখা আশা করতে পারছেন না কোনো ফ্যানই। তাই ফ্যানদের দ্বারা খুব ট্রোলের শিকার হচ্ছেন অধিনায়ক হিসেবে বিরাট কোহলি নিজেই।
পয়েন্ট টেবিলে নিচে হলাম তো কি হয়েছে, ফেয়ার প্লে টেবিলে তো সবচেয়ে ওপরে আছি।
ব্যাঙ্গালর টিমের জীবন ফিরিয়ে আনার চেষ্টা করছেন বিরাট। কিন্তু তবুও উল্টো ভাবে।
ভগবানের কাছে প্রার্থনা করছেন।
এ্যাভেঞ্জার্সের থানুসের মতো বিরাট এগিয়ে আসছে কিন্তু এদিকে আইপিএল ট্রফি মিশিয়ে গেল হাওয়াতে।
বিরাট যেনো অজানা উদ্দেশ্যে বেরিয়েছে।
ম্যাচ জেতা ছাড়া সব কিছুতেই মনোযোগ আছে ব্যাঙ্গালরের।
কেউ যদি বিরাটের বিয়েতে এই উপহার দিতেন।
বিরাটকে নিয়ে এই হাসি হয়তো দল ভালো কিছু না করা পর্যন্ত চলতেই থাকবে।
আরও পড়ুন: ধোনির এক লিটার জলের দাম কতো জানলে অবাক হয়ে যাবেন
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …