Home / আন্তর্জাতিক / বিশাল সাহায্য ফিলিস্তিনকে ; আমেরিকার মাথা ব্যাথা বাড়ালো ইউরপীয় ইউনিয়ন !

বিশাল সাহায্য ফিলিস্তিনকে ; আমেরিকার মাথা ব্যাথা বাড়ালো ইউরপীয় ইউনিয়ন !

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিদ্ধান্ত মানতে রাজি নয় ইউরপীয় ইউনিয়ন। নতুন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনকে আর্থিক সাহায্য ঘোষনা। উল্লেখ্য, কিছুদিন আগে ফিলিস্তিনকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার কথা জানায় আমেরিকা। কিন্তু ইউরপীয় ইউনিয়ন যে, সে কথা শুনতে রাজি নয় তা বুঝিয়ে দিল। ফলে আমেরিকা এবং ইউরপীয় ইউনিয়ন এখন বিপরীত মুখি অবস্থানে একে অপরে দাঁড়িয়ে আছে। ইইউ ফিলিস্তিনকে প্রায় ৫ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার দেওয়ার জন্য অনুমোদন দেয়। গতকাল এই ঘোষণা দেওয়া হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বৈঠকে। যেখানে ফিলিস্তিন সম্পর্কিত একটি জরুরী বৈঠক হয়।
eu
বৈঠকের পরই ইউরপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি আমরা ৫ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার ফিলিস্তিনের জন্য আর্থিক প্যাকেজ বরাদ্দ করলাম। এর ফলে গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র গঠনে এক ধাপ এগিয়ে যাবে।
আরও পড়ুন: লড়াই চলবে বলছে প্যালেস্টাইনের মানুষ দেখুন ভিডিও।

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *