সবার খবর, বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে মিডিয়ার শিরোনামে রয়েছেন। প্রতিদিন আপনি প্রিয়াঙ্কা সম্পর্কে কিছু না কিছু খবর দেখতে বা শুনতে পাবেনই। তার ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন কোনো কিছুই এখন মিডিয়ার নজর এড়াচ্ছে না।
কিছুদিন আগে পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই সিরিজের কিছু শ্যুটিংদৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়েছিল। ফলে এই নিয়েই প্রিয়াঙ্কা এখন সোশ্যাল মিডিয়াগুলির শিরোনামে। ছবিগুলিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে তার সহ অভিনেতার সঙ্গে বেশ মজা করছেন।
প্রিয়াঙ্কার এই ছবিগুলি দেখে ভক্তদের অনেকের পছন্দ হলেও, অনেকে আবার খুব নেতিবাচক মন্তব্য করতেও ছাড়ছেন না। অনেকে এমন পর্যন্ত বলছেন যে, প্রিয়াঙ্কার লজ্জা করা উচিত এমন ভাবে মজা করার আগে।
এমনতিতেই বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে প্রাক্তন এই বিশ্বসুন্দরী তার পার্শোন্যাল লাইফ নিয়ে। বেশ কিছু দিন থেকে প্রিয়াঙ্কা চোপড়া দেশের বাইরে অবস্থান করছেন। সেখানে তাঁকে জনপ্রিয় আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। সেই নিয়েও প্রিয়াঙ্কাকে নিয়ে কম ট্রোল হয়নি। কারণ নিক জোনাসের চাইতে প্রিয়াঙ্কা দশ বছরের বড়ো। আর ভক্তদের কাছে সেটাই বেশ মজার লেগেছে। তাই, সেই নিয়েও সোশ্যাল মিডিয়াই প্রিয়াঙ্কাকে কম কথা শুনতে হচ্ছে না এখন পর্যন্ত। শুধু কি ভক্তরা, এক আমেরিকান টিভি শো-তে গেছিলেন এই ভারতীয় সুন্দরী অভিনেত্রী । সেখানেও তাঁকে নিক জোনাসের ব্যাপারে ট্রোল করা হয়। শো-এর উপস্থাপক প্রিয়াঙ্কাকে মজা করে প্রশ্ন করেন, ‘আপনি জানেন তো নিক জোনাস বাচ্চা ছেলে?’
আরও পড়ুন: রাণী রাসমনির জন্মদিন পালন হলো সেটেই
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …