সবার খবর, ওয়েব ডেস্ক: এই সকল ক্রিকেটার নিজের খেলা দিয়ে তো বটেই তাছাড়াও স্ত্রীদের কারণেও অনেক সময় খবরের টাইম লাইনে চলে আসেন। চলুন আজ জেনে নেই ৫ জন ক্রিকেটারের নাম যাদের স্ত্রী খুবই সুন্দর।
১. জাহির খান ভারতীয় দলের সর্বকালের শ্রেষ্ঠ বোলারদের মধ্যে একজন। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য এ মহান বোলার। ভারত বিশ্বকাপ জেতার পেছনে বড় অবদান রেখেছিলেন জাহির খান। জাহির খানের স্ত্রীর নাম সাগরিকা ঘাটগে। সাগরিকা ঘাটগে একজন বলিউড অভিনেত্রী। প্রায় সকলেই জাহির খানের স্ত্রীর রূপ লাবন্যের প্রশংসা করে থাকেন।
২. জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড দলের বোলিং ডিপার্টমেন্টের প্রধান স্তম্ভ। তারা ইন সুইং ও আউট সুইং দিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান কে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। তার স্ত্রী ড্যানিলা লয়েড খুবই সুন্দর ও কিউট দেখতে। আমাদের তালিকায় এই জুটির নাম দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
৩. ডেইল স্টেইন বিশ্ব ক্রিকেটের এক ভয়ানক বোলার। যিনি নিজের দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে অনেক ম্যাচ বিপক্ষ দলের হাত থেকে বের করে নিয়ে এসেছেন। ডেইল স্টেইনের স্ত্রী জিনে কিটজম্যান খুবই সুন্দর দেখতে।
৪. শোয়েব আখতার শুধু পাকিস্তান নয় সারা বিশ্বের জোরে বোলারদের মধ্যে একজন। তিনি সাধারণত জোরে বল করার জন্য বিখ্যাত ছিলেন। শোয়েব আক্তার এর স্ত্রীর নাম রুবাব খান। তারই স্ত্রী খুবই স্মার্ট। এই তালিকায় চতুর্থ নম্বরে আছেন শোয়েবের স্ত্রী।
৫. মিচেল জনসন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য বোলার ছিলেন। তার স্ত্রী জেসিকা ব্র্যাটিচ জনসন দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট।
Read More: সেওয়াগের সঙ্গে পৃথ্বীর তুলনা করাতে বিরক্ত প্রকাশ করে যা বললেন সৌরভ গাঙ্গুলি
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …