সবার খবর, স্পোর্টস ডেস্ক: বুম বুম নামের মাহাত্ম বুঝিয়ে দিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। এখন ‘পাকিস্তান সুপার লিগ’ চলছে, অর্থাৎ পিএসএল। আফ্রিদির মত কেউ পর পর চার বলে ছক্কা মারতে পারেনি এই পিএসএল-এ। কিন্তু শাহিদ আফ্রিদি ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেন এ ম্যাচে। খেলাটি ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংস-এর মধ্যে। ম্যাচটি শাহিদ আফ্রিদির করাচি কিংস ৪০ রানে হেরে যায়।
লিয়াম ডসনের বলে একটি এবং পাকিস্তানের উদিয়মান ফাস্ট বোলার সামিন গুলের বলে তিনটি ছক্কা হাঁকান পর পর। কিন্তু ফের ডসনের বলেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় বুম বুম আফ্রিদিকে।
Afridi-Storm – Boom Boom becoming the first ever batsman to hit 4 consecutive sixes in PSL History. #KKvPZ #PZvsKK pic.twitter.com/8XzpH7RIpA
— Saad IU/LQ ?? (@SaadAwais22) 15 March 2018
আরও পড়ুন: ক্রিকেটের ঐতিহাসিক মুহুর্ত চন্দ্রপাল ও তার ছেলে এক সঙ্গে পার্টনারশিপ গড়লেন