সবার খবর, নিউজ ডেস্ক: উত্তপ্ত ঘটনার আঁচ আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলো প্রশাসন। তাই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়ে ছিলো। যদিও রোখা গেলো না সংঘর্ষ। তৃণমল ও বিজেপি সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তৃণমূল এবং স্থানিয় বাসিন্দাদের অভিযোগ বিজেপির কর্মীরা এই পথ দিয়ে যাওয়ার সময় মারধর এমনকি মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি করতেও ছাড়েনি। কয়েক জন স্থানিয় বাসিন্দাদের মাথাও ফাঁঠে। বিজেপির পাল্টা অভিযোগ তাদের কর্মীদের ওপর প্রথম লাঠি সোটা নিয়ে হামলা চালায় তৃণমূল। এখনও পাথুরিয়া ঘাটা স্ট্রিটে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: অসম থেকে বিতাড়িতদের বাংলা দেবে স্থান