সবার খবর, স্পোর্টস ডেস্ক: ISL-এর মাঝপথেই ঘুম ভাঙল ATK কর্মকর্তাদের। একেরপর এক ম্যাচে জঘন্য পারফরমেন্স করে চলেছে কোলকাতা এর দায় সম্পূর্ণ ভাবে হেডস্যার টেডি শেরিংহামের ওপর গিয়ে পড়ে বলে মনে করেন ATK-এর কর্মকর্তারা। ফলে তাকে সরিয়ে দেওয়া হলো হেড কোচের পদ থেকে। ডুবন্ত নৌকার হাল ধরতে এগিয়ে আসলেন অ্যাশলে ওয়েস্টউড। এখন দেখার বিষয় ISL-এর পরবর্তী ম্যাচগুলিতে ATK কেমন পারফরমেন্স দেয়। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন কোচ বদলে খুব একটা লাভ হবেনা। ATK-এর সাথে এতো দিন জড়িত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে কোন পাঁচ বোলার সবচেয়ে বেশি মেইডেন ওভারে নিয়েছেন
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …