১.ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং এবং অভিনেত্রী ও মডেল হেজেল কীচ-এর মধ্যে ৩০ শে নভেম্বর বিবাহ বন্ধন সম্পন্ন হয়। দুজনেই নিজেদের বিয়ে নিয়ে খুব খুশি। নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনও খামতি রাখতে চাননি এই তারকা যুগল। দুজনের বিয়ের কার্ডও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল।
২. রবীন্দ্র জাদেজা ও রিবাবা সোলাঙ্কি বিয়ে করেন ১৭ এপ্রিল ২০১৬ সালে। তাদের বিয়ে হয় রাজস্থানের সিজন্স হোটেলে।
৩. ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরার বিয়ে হয়েছিল পাঞ্জাবের জলান্ধারে। কিন্তু রিসেপশন হয়েছিল দিল্লিতে। সেই বিয়ের তাবড় তাবড় তারকারা উপস্থিত ছিলেন।
৪. ভারতের জাতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে হয় সূদুর ইতালির মাটিতে । তাদের বিয়ের তারিখ ১১ ডিসেম্বর, ২০১৭। এই বিয়ে সারা দেশ মেতে উঠেছিল।এখন অনুষ্কা বিরাট দুজনেই সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।
৫. রহিত শর্মা ও ঋতিকা সাজদে ১৩ ডিসেম্বর মুম্বাইয়ে বিয়ে করেন। একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।
৬. সুরেশ রায়না ও তার ছোটবেলার বন্ধু ও প্রেমিকা প্রিয়াঙ্কা চৌধুরী 2015 সালে দিল্লির এক হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দরভাবে বয়ে যাচ্ছে।
৭. ইরফান পাঠান সৌদি আরবের শেফা বেগ নামে এক মহিলাকে বিয়ে করেন। শেখ বেগের বাবা একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। দুজনের বিয়ে ৪ ফেব্রুয়ারি ২০১৬ সালের মক্কাতে অনুষ্ঠিত হয়।
৮. ভারতীয় দলের স্টাইলিস ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের বিয়ে হয়েছে নুপূর নাগর-এর সঙ্গে। মিরাটের এক হোটেলে অনুষ্ঠিত হয় ভুবনেশ্বর ও নুপূরের বিয়ে।
আরও পড়ুন: পাকিস্তানের অফস্পিনার সাকলাইনের মন্তব্যে খুশি সারা দেশ
Check Also
মাহেন্দ্র সিং ধোনির ৫ বছরের কন্যাকে ধর্ষনের হুমকি!
মাহেন্দ্র সিং ধোনি এর মেয়েকে ধর্ষনের হুমকি – এবার ধর্ষনের হুমকি পেলো মাহেন্দ্র সিং ধোনির …