সবার খবর, বিনোদন ডেস্ক:তিনি একজন ভারতীয় নায়িকা। নাম তার শার্লিন চোপড়া। ভারতীয় সিনেমায় অভিনয়ও করেছেন। তার কাছে নাকি নগ্নতা কিছুই না। তিনি মনে করেন, যা সুন্দর তা দেখাতে এবং দেখতে কারও আপত্তি থাকতে পারে না। সোশ্যাল মিডিয়াতে একের পর এক নগ্ন ভিডিও ও ছবি পোস্ট করেই চলেছেন এই মহিলা। কিছুদিন আগে শার্লিন চোপড়া স্নানের দৃশ্য পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তার কিছু দিন পর আবার হট মেজাজে ‘কামাসূত্রা’ ছবির এই নায়িকা। ভিডিওতে দেখা যাচ্ছে শার্লিন সম্পূর্ণ নগ্ন শরীর নিয়ে হাজির। মাঝখানে শুধু টেডি বিয়্যার। এই ভিডিও দেখার পর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। শার্লিন সেই সব মন্তব্যে কান দিতে নারাজ।
আরও দেখুন: শার্লিন চোপড়ার প্রকাশ্যে স্নানদৃশ্য এবার আলোচনার কেন্দ্রে