সবার খবর, ওয়েব ডেস্ক:১৩ বছরের ভারতীয় বালিকার বিয়ে পড়ুন। বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিয়েতে সবাই আনন্দ করতে চাই মন ভরে। কিন্তু তা বলে এমন ঘটনার সাক্ষী থাকলো ভারতবর্ষ যা বছরের দু-একটা হয়। ১৩ বছরের শিশুকে বিয়ে দিয়ে দিল তার পরিবার ৬০ বছরের এক নাইজেরিয়ান বৃদ্ধের সাথে। যা নিয়ে সোস্যাল মিডিয়াতে ছিঃ ছিঃ রব উঠেছে। পাত্রের বাড়ি নাইজেরিয়াতে এবং তার নাম ফেইজাল।
শুধু বিয়েটাই দুখের বিষয় ছিলনা এই বাচ্চা মেয়েটির। বিয়ের পর পরই এই মেয়েটিকে নিয়ে নাইজেরিয়া পাড়ি দেয় ৬০ বছরের বৃদ্ধ ফেইজাল। সেখানে গিয়ে এক দিনের মাথায় এই বালিকার মৃত্যু হয়। যদিও মৃত্যু সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
এই বালিকা কর্ণাটকের বাসিন্দা। তার পরিবার কেনো এই বৃদ্ধের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন তা এখনও জানা যায়নি। শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন কোনো পিতা ভুল করেও যেন এমন কাজ না করে।
আরও পড়ুন: সিধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ! যেতে হতে পারে জেলে
Check Also
সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী
সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …