Home / জানা অজানা / ভারতের উচ্চতম বিল্ডিং এটি। জেনে নিই বিল্ডিংটি সম্বন্ধে

ভারতের উচ্চতম বিল্ডিং এটি। জেনে নিই বিল্ডিংটি সম্বন্ধে

সবার খবর, ওয়েব ডেস্ক: ভারতের উচ্চতম বিল্ডিং কোথায় অবস্থিত? কতই বা তার উচ্চতা? আমরা বুর্জ খালিফার নাম শুনেছি প্রায় প্রত্যেকেই। যার উচ্চতা ৮২৮ মিটার এবং ১৬৩ তলা। কিন্তু আমরা কি কখনও জানার চেষ্টা করেছি ভারতের সব চাইতে উচু বিল্ডিংয়ের পরিচয়? চলুন আজ ভারতের বুর্জ খালিফার পরিচয় জেনে নিই।
বিল্ডিং
আমাদের দেশের উচ্চতম বিল্ডিংটির নাম ‘দ্য এম্পিরিয়্যাল ১’। দ্য এম্পিরিয়্যাল ১-এর উচ্চতা ২৫৬ মিটার এবং ৬০ তলা বিশিষ্ট। বিল্ডিংটি পৃথিবীর ৩১৮তম এবং এশিয়াতে ১৮১তম উচু বিল্ডিং। দ্য এম্পিরিয়্যাল ১-এর কাজ ২০০২ সালে শুরু হয় এবং ২০১০ সালে শেষ হয়।
ভারতের উচ্চতম বিল্ডিং
ভারতের সবচেয়ে উচ্চতম ভবনটি ডিজাইন হাফিজ কন্ট্রাকটর দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি শাপুরজি পালনজি গ্রুপ কর্তৃক নির্মিত হয়েছিল। বিল্ডিংটিতে ১৭ টি লিফ্টের ব্যাবস্থা আছে।
এই ভবনটি মুম্বাইয়ের এম.পি. মিলস চত্বরে অবস্থিত। যা দেখতে মানুষ দূর থেকে আসে।
আরও পড়ুন: গুজরাটে ১৫ জন বিজেপি বিধায়ক আমার সাথে : হার্দিক

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *