সবার খবর, ওয়েব ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় মুদ্রার মান নিয়ে বিরোধীরা সরকারকে অনেকটাই চাপে ফেলেছে। প্রায় ১ ডলার সমান ৭৪ টাকার উপরে চলে গেছিল ভারতীয় মুদ্রা। কিন্তু ভারতের ইতিহাস দেখলে বোঝা যায় একটা সময় ভারতীয় ১ রুপি সমান এক ডলার ছিল। আস্তে আস্তে দেশের উপর করের বোঝা চাপতে শুরু করে। ফলে মুদ্রার মানও ধীরে ধীরে কমতে থাকে। শুনলে আশ্চর্য হবেন, একটা সময় এমন ছিল যখন ১ রুপিতে ১৩ ডলার পাওয়া যেত।
১৯১৭-এর ঘটনা যখন এক টাকার মূল্য ১৩ ডলার দিয়ে চুকাতে হত। ভারতীয় মুদ্রার মান ক্রমান্বয়ে কমেছে স্বাধীনতার পর থেকেই। ভারতের ইতিহাসে অনেক সরকার এসেছে কিন্তু ভারতীয় মুদ্রার মান বাড়েনি কোনো দিনই। চলুন দেখে আসা যাক বিভিন্ন সময় ভারতীয় টাকা ও মার্কিন ডলারের মানের পার্থক্য।
ভারত যখন স্বাধীন হয় তখন ডলার ও টাকার মান সমান ছিল। ১৯৫১ সালে ১ ডলার সমান প্রায় ৪ টাকা হয়ে যায়। দশ বছর পর অর্থাৎ ১৯৬১-১৯৬২ সালে ১ ডলারের বিনিময়ে ৭ টাকা পাওয়া যেত। ১৯৭৫ সালে ৮ টাকা সমান ১ ডলার। ১৯৮৫ সালে ১২ টাকা সমান ১ ডলার হয়। ১৯৯১ সালে ১৭ টাকার মান নির্ধারিত হত ১ ডলার দিয়ে। ঠিক দুই বছর পর এক লাফে ডলারের দাম প্রায় দ্বীগুন বেড়ে যায়। অর্থাৎ ১৯৯৩ সালে ৩১ টাকা সমান এক ডলার হয়ে যায়। তারপর তরতর করে বাড়তে থাকে ডলারের দাম। ২০০৬ সালে ৪৮ টাকা সমান ১ ডলার ছিল। ২০০৮ সালে ৫১ টাকা সমান ১ ডলার। ২০১৩ সালে ৬৫ টাকার বিনিময়ে ১ ডলার পাওয়া যেত। আজকের দিনে ৭১.২৬ টাকা সমান এক ডলার।
আরও পড়ুন: যে গ্রামের প্রতিটি বাড়িতে কুকুরের মতো সাপকেও লালন পালন করে
Check Also
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা কথাটা শুনতে অবাক করার মতো হলেও …