সবার খবর, ওয়েব ডেস্ক: মজাদার কিছু জানতে কার না ভালো লাগে। প্রশ্নগুলোই খুব মজাদার হয় যে। যেমন ভারতের প্রথম নাগরিক কে? কোন প্রানীর ভেতর সব চাইতে বেশি ব্লাড গ্রুপ পাওয়া যায়। আরও কত কি?
ছবিটি দেখে ভালো লাগছে? আপনিও করতে পারবেন এটি। এটি সাবানের বুদবুদ যা সাদা আলোতে এমন রঙিন দেখাচ্ছে।
সবচাইতে বেশি ব্লাড গ্রুপ সাপের মাঝে পাওয়া যায়। প্রায় ১৯১০ ধরনের ব্লাড গ্রুপ সাপের মাঝে পাওয়া যায়।
ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়।
আরও পড়ুন: রাজস্থান ভ্রমণ : জয়সালমীর থেকে কুলধারা একটি ভৌতিক নগরী
Check Also
অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার
সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …